গারো কথন
- পাহাড়ি জুম চাষকে কেন্দ্র করে কমপক্ষে তিনদিনের আনুষ্ঠানিকতায় ওয়ানগালা হয়ে থাকে।
- খ্রিস্টান ধর্মাবলম্বী গারোদের বিশ্বাস।
- ‘মিশি সালজং’ বা দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে তারা পালন করেছেন ওয়ানগালা বা নবান্ন উৎসব।
- এতে ঐতিহ্যবাহী জুম নাচ, নিজ ভাষায় গান ও গারো নাচ পরিবেশন করেন শিল্পীরা।
- আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রায় ২৭টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে।