Header Ads

Header ADS

কালাপানি ভারত-নেপাল বিষফোঁড়া


কালাপানি ভারত-নেপাল  বিষফোঁড়া

কালাপানি : ভারত-নেপাল সম্পর্কে নতুন বিষফোঁড়া

 কালাপানি হলো নেপালের অংশ। নেপালের পিথোরাগার জেলায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় রাজ্য উত্তরাখন্ডের সাথে নেপালের ৮০.৫ কিলোমিটার যাতায়াতপূর্ণ সীমান্ত ও চীনের সাথে ৩৪৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। কালাপানিকে দখল করার ভারতের একতরফা ও অবৈধ পদক্ষেপটি ১৮১৬ সালে নেপাল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার সুগইলি চুক্তির পরিপন্থী।

কালাপানি থেকে উৎপত্তি হয়েছে কালি নদীর। ভারত এখন নদীটিকে তার মানচিত্রে অন্তর্ভূক্ত করে নিয়েছে।ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে সই হওয়া ১৮১৬ সালের সুগুইলি চুক্তি (অনুচ্ছেদ ৫) অনুযায়ী কালি নদী বিবেচিত হওয়ার কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যকার সীমান্ত হিসেবে। ১৯৬২ সালে চীনের বিরুদ্ধে যুদ্ধের পর নেপালের অনুমতি ছাড়াই ভারতীয় সৈন্যরা অবৈধভাবে কালাপানিতে প্রবেশ করে সেখানে সৈন্য মোতায়েন করে। 

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.