কালাপানি ভারত-নেপাল বিষফোঁড়া
কালাপানি ভারত-নেপাল বিষফোঁড়া

কালাপানি হলো নেপালের অংশ। নেপালের পিথোরাগার জেলায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় রাজ্য উত্তরাখন্ডের সাথে নেপালের ৮০.৫ কিলোমিটার যাতায়াতপূর্ণ সীমান্ত ও চীনের সাথে ৩৪৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। কালাপানিকে দখল করার ভারতের একতরফা ও অবৈধ পদক্ষেপটি ১৮১৬ সালে নেপাল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার সুগইলি চুক্তির পরিপন্থী।
কালাপানি থেকে উৎপত্তি হয়েছে কালি নদীর। ভারত এখন নদীটিকে তার মানচিত্রে অন্তর্ভূক্ত করে নিয়েছে।ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে সই হওয়া ১৮১৬ সালের সুগুইলি চুক্তি (অনুচ্ছেদ ৫) অনুযায়ী কালি নদী বিবেচিত হওয়ার কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যকার সীমান্ত হিসেবে। ১৯৬২ সালে চীনের বিরুদ্ধে যুদ্ধের পর নেপালের অনুমতি ছাড়াই ভারতীয় সৈন্যরা অবৈধভাবে কালাপানিতে প্রবেশ করে সেখানে সৈন্য মোতায়েন করে।
No comments