জননী সাহসিকা বেগম সুফিয়া কামাল

জননী সাহসিকা বেগম সুফিয়া কামাল
সুফিয়া কামালের জন্ম বরিশালের শায়েস্তাবাদে । বাবা সৈয়দ আবদুল বারি ছিলেন উকিল। ১২ বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে বিয়ে সুফিয়া কামাল। ১৯২৩ সালে তার প্রথম গল্প ‘সৈনিক বধূয়া’।
১৯২৬ সালে সওগাত প্রথম কবিতা বাসন্তী প্রকাশিত হয়।
১৯২৯ সালে যোগ দেন বেগম রোকেয়া প্রতিষ্ঠিত আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলামে।
১৯৩৮ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’। এই কাব্যগ্রন্থে ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম।
কাব্যগ্রন্থগুলো ; সাঁঝের মায়া,
মায়া কাজল,
মন ও জীবন,
শান্তি ও প্রার্থনা,
উদাত্ত পৃথিবী, দিওয়ান,
মোর জাদুদের সমাধী পরে প্রভৃতি।
গল্পগ্রন্থ ‘কেয়ার কাঁটা’।
ভ্রমণকাহিনী ‘সোভিয়েত দিনগুলি’।
স্মৃতিকথা ‘একাত্তরের ডায়েরি’। ১৯৪৭-এ সাপ্তাহিক বেগম পত্রিকা প্রকাশিত হলে তিনি তার প্রথম সম্পাদক হন।
ছায়ানট, কচি-কাঁচার মেলা ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ নানা গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
No comments