Header Ads

Header ADS

বার্লিন প্রাচীর

Image result for barlinwall
বার্লিন প্রাচীর
১৯৪৫ সালের ৮ মে হিটলারের আত্মহননের মধ্য দিয়ে বিশ্বযুদ্ধ শেষ হয়।
জার্মানি যে মিত্রশক্তির কাছে পরাজিত এক মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংল্যান্ড ছিল পুঁজিবাদী অন্য অংশ সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক পরাজয়ের সঙ্গে সঙ্গে জার্মানি ভাগে দুটি অর্থনৈতিক চালু হয়েছিল—পশ্চিমে পুঁজিবাদ ও পূর্বে সমাজতন্ত্র। 

আশির দশকে মিখাইল গর্বাচভের শুরু করা গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা কর্মসূচির হাত ধরে সমাজতান্ত্রিক দেশগুলোতে অধিকতর গণতন্ত্র ও নাগরিক অধিকারের দাবিতে আন্দোলন ঢেউ লাগে সাবেক পূর্ব জার্মানিতেও। 
১৯৮৯ সালের শেষের দিকে সাবেক পূর্ব জার্মানির বড় শহরগুলোতে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে নাগরিক আন্দোলন এবং চার্চের ব্যানারে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। তারা গণতন্ত্র আর রাজনৈতিক সংস্কারের দাবি জানাতে থাকে।
৮ নভেম্বর পদত্যাগ করেন পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টি
৯ নভেম্বর সন্ধ্যা থেকেই শুরু হয় বার্লিনকে বিভক্ত করে রাখা ২৮ বছর আগের তৈরি প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার কাজ।
 ৩ অক্টোবর ১৯৯০ সালে জার্মানি একীভূত হয়


















No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.