Header Ads

Header ADS

মনিকা আলী


Image result for মনিকা আলী
মনিকা আলী
ব্রিকলেন', 'ইন দ্য কিচেন', 'দ্য আনটোল্ড স্টোরি' তিনটি উপন্যাস 
'ব্রিকলেন' প্রথম উপন্যাস।  কেন্দ্রীয় চরিত্র ময়মনসিংহের তরুণী নাজনীন। বাপ-দাদার বাড়ি ছিল ময়মনসিংহে এলাকার একটা চরিত্র বেছে নেওয়া। উপন্যাসে তরুণী নারীর সঙ্গে তার দ্বিগুণ বয়সী এক ব্যক্তির বিয়ে টানাপোড়েনের গল্প
ইন দ্য কিচেনে গ্যাব্রিয়েল-লেনার সম্পর্কের জন্ম, এগিয়ে চলা, পরিণতি সবকিছুই অন্য ধরনের থ্রিল।তৃতীয় উপন্যাস 'দ্য আনটোল্ড স্টোরি' আরও বেশি থ্রিলিং প্রিন্সেস ডায়ানার চরিত্রকে কেন্দ্র করে গল্পটা নির্মিত হয়েছে।

২০০৭ সালে ব্রিকলেন অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়। এ ছাড়া মনিকা আলী লিখেছেন আরও তিনটি উপন্যাস—অ্যালেনটেজো ব্লু (২০০৬), ইন দ্য কিচেন(২০০৯) ও আনটোল্ড স্টোরিজ (২০১১)।

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.